প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে?
উ: শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন: কে প্রথম স্বাধীনতার ঘোষণা প্রচার করেন?
উ: চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম. এ. হান্নান চট্টগ্রাম বেতার হতে ২৬ মার্চ, ১৯৭১ স্বাধীনতার ঘোষণা প্রচার করেন।
প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রথম কে স্বাধীনতা ঘোষণা প্রচার করেন?
উ: তদানীন্তন মেজর পরবর্তীতে সেনাবাহিনীর প্রধান এবং সাবেক প্রেসিডেন্ট লে. জেনারেল জিয়াউর রহমান (২৭ মার্চ ১৯৭১)।
প্রশ্ন: কবে, কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?
উ: ১৯৭১ সালের ২৫ মার্চ রাত বারোটার পর অর্থাৎ ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
প্রশ্ন: কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার ঘোষণা পাঠ করা হয়?
উ: ৩ মার্চ, ১৯৭১ সালে, পল্টন ময়দানে।
প্রশ্ন: চট্টগ্রামের কালুরঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয় কবে?
উ: ২৬ মার্চ, ১৯৭১।
প্রশ্ন: 'স্বাধীন বাংলা বেতার কেন্দ্র' প্রথম কোথায় স্থাপিত হয়?
উ: চট্টগ্রামের কালুরঘাটে।
প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কখন, কোথায় সংগঠিত হয়?
উ: ১৯ মার্চ, ১৯৭১; গাজীপুরে।
প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কারা গড়ে তোলেন?
উ: ইস্টবেঙ্গল রেজিমেন্ট।
প্রশ্ন: বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে, কোথায়?
উ: ২ মার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
প্রশ্ন: বাংলাদেশের পতাকা প্রথম কে উত্তোলন করেন?
উ: আ. স. ম আবদুর রব।
প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
উ: মেহেরপুর জেলার মুজিবনগরে।
প্রশ্ন: মুজিবনগরের পুরাতন নাম কী ছিল?
উ: ভবেরপাড়া।
প্রশ্ন: কে বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন?
উ: তাজউদ্দিন আহমদ।
প্রশ্ন: মুজিবনগর পূর্বে কোন জেলার অধীনে ছিল?
উ: কুষ্টিয়া।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কবে?
উ: ১৭ এপ্রিল, ১৯৭১ সালে।
প্রশ্ন: অস্থায়ী সরকারের শপথ বাক্য কে পাঠ করান?
উ: অধ্যাপক ইউসুফ আলী।
প্রশ্ন: অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?
উ: ৬ জন।
প্রশ্ন: অস্থায়ী সরকারের প্রধান কে ছিলেন?
উ: শেখ মুজিবুর রহমান (রাষ্ট্রপতি)।
প্রশ্ন: অস্থায়ী সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে?
উ: অধ্যাপক ইউসুফ আলী।
প্রশ্ন: সর্বপ্রথম বিদেশে কোন মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
উ: ভারতের কলকাতাস্থ বাংলাদেশ মিশনে।
প্রশ্ন: কে কোন তারিখে বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন?
উ: এম. হোসেন আলী, ১৮ এপ্রিল, ১৯৭১।
প্রশ্ন: কার নির্দেশে, কে দেশকে ১১টি সেক্টরে ভাগ করেছিলেন?
উ: তাজউদ্দিন আহমদের নির্দেশে এম. এ. জি. ওসমানী দেশকে ১১টি সেক্টরে ভাগ করেন।
প্রশ্ন: বাংলাদেশে একমাত্র নৌ সেক্টর কোনটি?
উ: ১০ নং সেক্টর।
প্রশ্ন: কোন সেক্টরটি ব্যতিক্রমধর্মী সেক্টর ছিল?
উ: ১০ নং সেক্টর।
প্রশ্ন: শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় কবে?
উ: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্য রাতে।
প্রশ্ন: যুদ্ধের সময়ে শেখ মুজিবুর রহমানকে কোথায় বন্দি করে রাখা হয়েছিল?
উ: পাকিস্তানের করাচি শহরের মিয়াওয়ালি কারাগারে।
প্রশ্ন: শেখ মুজিবুর রহমানকে কবে মুক্তি দেয়া হয়?
উ: ৮ জানুয়ারি, ১৯৭২।
প্রশ্ন: স্বদেশ প্রত্যাবর্তনকালীন শেখ মুজিব কোন কোন দেশ সফর করেছিলেন?
উ: ব্রিটেন ও ভারত (লন্ডন ও নয়াদিল্লি)।
প্রশ্ন: শেখ মুজিবুর রহমান কবে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
উ: ১০ জানুয়ারি, ১৯৭২।
প্রশ্ন: মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?
উ: ১০ এপ্রিল, ১৯৭১।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কবে?
উ: ১০ এপ্রিল, ১৯৭১।
প্রশ্ন: বাংলাদেশ প্রজাতন্ত্র ঘোষণা হয়েছিল কোন তারিখে?
উ: ১৭ এপ্রিল, ১৯৭১।
প্রশ্ন: অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উ: তাজউদ্দিন আহমেদ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন?
উ: সৈয়দ নজরুল ইসলাম।
প্রশ্ন: কোন দুইজন কূটনীতিক প্রথম বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং কবে?
উ: নয়াদিল্লিস্থ পাকিস্তান হাইকমিশনের কে. এম. সাহাবুদ্দিন ও আমজাদুল হক, ৬ এপ্রিল ১৯৭১।
প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
উ: ১১টি সেক্টরে।
প্রশ্ন: কোন সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না?
উ: ১০ নং সেক্টরে।
প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য 'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা কারা?
উ: তারামন বিবি ও সেতারা বেগম।
প্রশ্ন: তারামন বিবি কত নং সেক্টরে যুদ্ধ করেন?
উ: ১১নং সেক্টরে (ময়মনসিংহ ও টাঙ্গাইল)।
প্রশ্ন: তারামন বিবির বাড়ি কোথায়?
উ: কুড়িগ্রাম।
প্রশ্ন: সেতারা বেগম কোন সেক্টরে যুদ্ধ করেন?
উ: ৪নং সেক্টরে (সিলেট)।
প্রশ্ন: কাঁকন বিবির বাড়ি কোন জেলায়?
উ: সিলেট।
প্রশ্ন: দেশের একমাত্র আদিবাসী বা উপজাতি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কে?
উ: ইউ কে চীং (বীর বিক্রম)।
প্রশ্ন: তারামন বিবিকে সরকার কোথায় বাড়ি প্রদান করেন?
উ: কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানায়।
প্রশ্ন: সেতারা বেগমের বাড়ি কোথায়?
উ: কিশোরগঞ্জ (বৃহত্তর ময়মনসিংহ)।
প্রশ্ন: বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল?
উ: পাকিস্তানের করাচির মাসরুর বিমান ঘাঁটিতে।
প্রশ্ন: বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কবর কোথায়?
উ: খুলনার রূপসা নদীর তীরে।
প্রশ্ন: বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে যথাযথ মর্যাদায় কবে, কোথায় সমাহিত করা হয়?
উ: ২৫ জুন, ২০০৬ সালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে।
প্রশ্ন: ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে কতজন কোন বাহিনীর ছিলেন?
উ: ৩ জন সেনাবাহিনী, ২ জন ই পি আর, ১ জন নৌবাহিনী ও ১ জন বিমানবাহিনী।
প্রশ্ন:মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ রাষ্ট্রীয় পুরস্কার দেয় কতটি?
উ: ৪টি (বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক।)
প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য 'বীরশ্রেষ্ঠ' উপাধি লাভ করেন কতজন?
উ: ৭ জন।
প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য 'বীর উত্তম' উপাধি লাভ করেন কতজন?
উ: ৬৯ জন।
প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য 'বীর বিক্রম' লাভ করেন কতজন?
উ: ১৭৫ জন।
প্রশ্ন: সর্বশেষ বীর উত্তম উপাধি দেয়া হয় কাকে?
উ: ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ।
প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য 'বীর প্রতীক' উপাধি লাভ করেন কতজন?
উ: ৪২৬ জন।
প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতো জনকে রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয়?
উ: ৬৭৭ জনকে।
প্রশ্ন: মহিলা মুক্তিযোদ্ধা কারা ছিলেন?
উ: তারামন বিবি, ক্যাপ্টেন সেতারা বেগম ও কাঁকন বিবি।
প্রশ্ন: বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর (মৃতদেহ) কবে বাংলাদেশে নিয়ে আসা হয়?
উ: ২৪ জুন, ২০০৬ সালে।
প্রশ্ন: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর (মৃতদেহ) কবে বাংলাদেশে নিয়ে আসা হয়?
উ: ১০ ডিসেম্বর, ২০০৭ সালে।
প্রশ্ন: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল?
উ: ভারতের আমবাসা এলাকায়।
প্রশ্ন: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে যথাযথ মর্যাদায় কবে, কোথায় সমাহিত করা হয়?
উ: ১১ ডিসেম্বর, ২০০৭ সালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে।
প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন?
উ: ক্যাপ্টেন এ. কে. খন্দকার।
প্রশ্ন: বাংলাদেশের অভ্যন্তর থেকে কারা মুক্তিযুদ্ধ করে?
উ: টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনী, বরিশালের হেমায়েত বাহিনী, কমরেড তোহা ও সিরাজ সিকদার।
প্রশ্ন: সাইমন ড্রিং কে?
উ: ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক, যিনি বহির্বিশ্বে সর্বপ্রথম বাংলাদেশে পাকিস্থানি বর্বরতার খবর প্রকাশ করেন।
প্রশ্ন: অপারেশন সার্চলাইট' কী?
উ: নিরীহ বাঙালি জনগোষ্ঠীর ওপর পাকিস্থানি হানাদার বাহিনীর ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাত্রিতে পরিচালিত সামরিক আগ্রাসন বা হত্যাযজ্ঞ।
প্রশ্ন:হোয়াইল হেমার ওয়াডারল্যান্ড কোন দেশের নাগরিক?
উ:অস্ট্রেলিয়ার (জন্ম নেদারল্যান্ড)।
প্রশ্ন: একমাত্র বিদেশি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কে?
উ: বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হচ্ছেন হোয়াইল হেমার ওয়াডারল্যান্ড।
প্রশ্ন: হোয়াইল হেমার ওয়াডারল্যান্ড কবে মৃত্যুবরণ করেন?
উ: ১৮ মে, ২০০১।
প্রশ্ন: জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন?
উ: ১৮ এপ্রিল, ১৯৭১ সালে।
প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারান?
উ: প্রায় ৩০ লক্ষ।
প্রশ্ন: অপারেশন জ্যাকপট কী?
উ: ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি নৌ-শক্তিকে ধ্বংস করার জন্য পরিচালিত অভিযান।
প্রশ্ন: মুক্তিযুদ্ধ চলাকালীন যে বিদেশি নাগরিক মারা যান তার তার নাম কী?
উ: মাদার মারিও ভেরেনজি।
প্রশ্ন: ১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যে দুইজন শিল্পী বাংলাদেশের সাহায্যের জন্য 'Concert for Bangladesh' আয়োজন করেন তারা কে এবং কোন দেশের অধিবাসী।
উ: জর্জ হ্যারিসন (যুক্তরাজ্য) ও পণ্ডিত রবি শংকর (ভারত)।
প্রশ্ন: 'September on Jessore Road' বইটি কে রচনা করেন?
উ: মার্কিন কবি অ্যালেন গিনেসবার্গ।
প্রশ্ন: জর্জ হ্যারিসনের ব্যান্ডদলের নাম কী?
উ: বিটলস (১৯৬০ সালে প্রতিষ্ঠিত)।
প্রশ্ন: জর্জ হ্যারিসন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অর্থসংগ্রহের জন্য 'Concert for Bangladesh' এর আয়োজন করে কোথায়?
উ: নিউইয়র্কে ম্যাডিসন স্কোয়ারে। (যুক্তরাষ্ট্রে ১ আগস্ট ১৯৭১ সালে।)
প্রশ্ন: জর্জ হ্যারিসনকে কোথায় বিসর্জন দেয়া হয়েছে?
উ:গঙ্গানদীতে (ভারতে)।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশী যুবকদের নিয়ে যে বাহিনী গঠন হয় তার নাম কী?
উ: মুজিব বাহিনী (বি. এল. এফ)।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি এবং কত তারিখে?
উ: যশোর। ৭ ডিসেম্বর ১৯৭১।
প্রশ্ন: বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কে?
উ: শহীদুল ইসলাম চৌধুরী।
প্রশ্ন: মুক্তিযুদ্ধে অবদানের জন্য শহীদুল ইসলামকে কী খেতাব দেয়া হয়?
উ: বীর প্রতীক।
প্রশ্ন: বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি?
উ: বীরশ্রেষ্ঠ।
প্রশ্ন: ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মিত্রবাহিনীর প্রধান কে ছিলেন?
উ: ভারতীয় সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশ।
প্রশ্ন: মুক্তিযুদ্ধে আত্মসমর্পণের ঐতিহাসিক দলিলে কে কে স্বাক্ষর করেন?
উ: বাংলাদেশের পক্ষে বাংলাদেশ-ভারত যৌথ কমান্ডের প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরা ও পাকিস্তানের পক্ষে জেনারেল এ. কে. নিয়াজী।
প্রশ্ন: কতজন পাকিস্তানি সৈন্য যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে?
উ: ৯৩ হাজার।
প্রশ্ন: জাতিসংঘের কোন দুটি শক্তিশালী দেশ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করে?
উ: যুক্তরাষ্ট্র ও চীন।
প্রশ্ন: জাতিসংঘের কোন শক্তিশালী দেশ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহযোগিতা করে?
উ: সাবেক সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া)।
প্রশ্ন: ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযোদ্ধা যাদুঘরের নাম কী?
উ: বিজয় কেতন।
প্রশ্ন: "এ দেশের মাটি চাই, মানুষ নয়” এ উক্তিটি কার?
উ: ইয়াহিয়া খানের।
প্রশ্ন: ভারত-বাংলাদেশ যৌথবাহিনী কবে গঠিত হয়?
উ: ২১ নভেম্বর, ১৯৭১।
প্রশ্ন: ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন?
উ: জেনারেল জগজিৎ সিং অরোরা।
প্রশ্ন: পাকিস্তানি পক্ষের নেতৃত্বে কে ছিলেন?
উ: জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
উ: রেসকোর্স ময়দানে।
প্রশ্ন: ১৬ ডিসেম্বর, ১৯৭১ আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বা মুক্তিবাহিনীর পক্ষে কে নেতৃত্ব দেন?
উ: তৎকালীন বিমান বাহিনীর প্রধান এয়ার কমোডর এ. কে. খন্দকার।
প্রশ্ন: কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য 'বীর প্রতীক' খেতাব লাভ করেন?
উ: আবদুস সাত্তার।
প্রশ্ন: অস্থায়ী সরকারের সচিবালয় কোথায় ছিল?
উ: ৮ থিয়েটার রোড, কলকাতা।
প্রশ্ন: কার অসম সাহসিকতায় বাঙালি জাতি জেনেছিল যে, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন এবং প্রতিরোধ শুরু হয়ে গেছে?
উ: মেজর জিয়াউর রহমান।
প্রশ্ন: বি. এল. এফ এর প্রধান প্রশিক্ষণে কে ছিলেন?
উ: হাসানুল হক ইনু।
প্রশ্ন: মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কে প্রতিষ্ঠা করেন?
উ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন: বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস কোন তারিখে?
উ: ১৪ ডিসেম্বর।
প্রশ্ন: বাংলাদেশ কবে পাক হানাদার মুক্ত হয়?
উ: ১৯৭১ সালের, ১৬ ডিসেম্বর।
প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
উ: ২নং সেক্টরের।
প্রশ্ন: বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন কবে?
উ: ১২ জানুয়ারি, ১৯৭২ সালে।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
উ: সেগুনবাগিচা।
প্রশ্ন: নিহত মুক্তিযোদ্ধাদের সম্মানে 'জাতীয় শোক দিবস' পালিত হয় ১৯৭২ সালের কত অরিখে?
উ: ১৪ জানুয়ারি।
প্রশ্ন: বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি সৈন্য কত ছিল?
উ: ২ লাখ ৩৮ হাজার।
প্রশ্ন: কোন ফরাসি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের আগ্রহ প্রকাশ করেন?
উ: আঁদ্রে মায়ারা।
প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে 'চরমপত্র' নামক একটি কথিকা প্রচারিত হতো। সেই কথিকার পাঠক কে ছিলেন?
উ: এম. আর. আখতার মুকুল।
প্রশ্ন: মুক্তিযুদ্ধকালীন কলকাতায় অবস্থিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পরিচালক কে ছিলেন?
উ: শামসুর রহমান চৌধুরী।
প্রশ্ন: মহান মুক্তিযুদ্ধে কতটি সাংগঠনিক শ্রেণী ছিল ও কী কী?
উ: ৩টি। যথা: ১. নিয়মিত বাহিনী ২. সেক্টর বাহিনী ৩. গেরিলা বাহিনী।
প্রশ্ন: বি.এল.এফ. (বাংলাদেশ লিবারেশন ফোর্স) গঠিত হয়েছিল কাদেরকে নিয়ে?
উ: বাংলাদেশি যুবকদেরকে নিয়ে।
প্রশ্ন: অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে 'গার্ড অব অনার' দেয়া হয় কার নেতৃত্বে?
উ: ইপিআর এর ৪নং উইংয়ের একটি সুসজ্জিত দল ক্যাপ্টেন মাহবুবুল হাসানের নেতৃত্বে।
প্রশ্ন: মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কী?
উ: মুক্তিবার্তা (সাপ্তাহিক)।
প্রশ্ন: মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়?
উ: ১৪ ডিসেম্বর, ১৯৭১।
প্রশ্ন: ডা: সেতারা বেগম সেনাবাহিনীতে কী পদে ছিলেন?
উ: ক্যাপ্টেন।
প্রশ্ন: ২৬ মার্চকে 'জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস হিসেবে' ঘোষণা করা হয় কখন?
উ: ১৯৮০ সালে।
প্রশ্ন: মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
উ: তানভীর কবির।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নং সেক্টরে ছিল?
উ: ৮নং সেক্টরে।
প্রশ্ন: প্রবাসী সরকারের সচিবালয়ের মুখ্য সচিব কে ছিলেন?
উ: রুহুল কুদ্দুস।
প্রশ্ন: সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম মৃত্যুবরণ করেন কে?
উ: মো. মোস্তফা কামাল (৮ এপ্রিল, ১৯৭১)।
প্রশ্ন: সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণ করেন কে?
উ: মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর, ১৯৭১)।
প্রশ্ন: কোন মহিলা মুক্তিযোদ্ধা কোন রাষ্ট্রীয় খেতাব পান নি?
উ: কাঁকন বিবি।
প্রশ্ন: ১৯৯৭ সালে সিলেটে যে মহিলা মুক্তিযোদ্ধার সন্ধান পাওয়া যায় তার নাম কী?
উ: কাঁকন বিবি।
প্রশ্ন: কত তারিখে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী যৌথভাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে?
উ: ৬ ডিসেম্বর, ১৯৭১।
প্রশ্ন: বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান কোথায় বিমান বিধ্বস্ত হয়ে মারা যান?
উ: পাকিস্তানে।
প্রশ্ন: মুক্তিযুদ্ধে যোগ দেয়ার জন্য মতিউর রহমান যে বিমানটি ছিনিয়ে নিয়ে দেশে ফিরতে চেয়েছিলেন তার নাম কী?
উ: টি-৩৩ (এর ছদ্মনাম-ব্লু বার্ড)।
প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?
উ: ভারত।
প্রশ্ন: ভারত কোন তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
উ: ৬ ডিসেম্বর, ১৯৭১।
প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি?
উ: ভুটান।
প্রশ্ন: ভুটান কোন তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়া।
উ: ৭ ডিসেম্বর, ১৯৭১।
প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?
উ: মালয়েশিয়া (২৫ ফেব্রুয়ারি, ১৯৭২)।
প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি?
উ: ইরাক (৮ জুলাই, ১৯৭২)।
প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকার দেশ কোনটি?
উ: সেনেগাল (১ ফেব্রুয়ারি, ১৯৭২)।
প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি?
উ: পোল্যান্ড (১২ জানুয়ারি, ১৯৭২)।
প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপের দেশ কোনটি?
উ: পোল্যান্ড।
প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আমেরিকার দেশ কোনটি?
উ: কানাডা (১৪ ফেব্রুয়ারি, ১৯৭২)।